📄 ShwapnojatraBD — Policy Page


1. Privacy Policy (গোপনীয়তা নীতি)

ShwapnojatraBD-এ আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং অর্ডার সম্পর্কিত তথ্য শুধুমাত্র অর্ডার প্রসেসিং ও কাস্টমার সার্ভিসের লক্ষ্যে ব্যবহার করি।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি:

  • নাম

  • মোবাইল নম্বর

  • ঠিকানা

  • ইমেইল (যদি প্রদান করেন)

  • অর্ডার সংক্রান্ত তথ্য

তথ্য কীভাবে ব্যবহার করি:

  • অর্ডার কনফার্ম ও ডেলিভারি

  • গ্রাহক সহায়তা প্রদান

  • অফার ও আপডেট পাঠানো (আপনার অনুমতি সাপেক্ষে)

আপনার তথ্য নিরাপদ:

আমরা কোনোভাবেই আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না।


2. Terms & Conditions (শর্তাবলী)

ShwapnojatraBD থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন—

অর্ডার ও ডেলিভারি:

  • অর্ডার নিশ্চিত করার পর নির্ধারিত সময়ের মধ্যেই ডেলিভারি সম্পন্ন করা হবে

  • ডেলিভারি চার্জ এরিয়া অনুযায়ী প্রযোজ্য

প্রোডাক্ট সম্পর্কিত:

  • ছবির সাথে অল্প রঙের পার্থক্য থাকতে পারে

  • প্রোডাক্টের তথ্য/স্পেসিফিকেশন সাপ্লায়ার প্রদত্ত

পেমেন্ট:

  • ক্যাশ অন ডেলিভারি / অগ্রিম পেমেন্ট—উভয়ই প্রযোজ্য

  • অর্ডার কনফার্মেশনের সময় প্রয়োজন হলে অগ্রিম চার্জ প্রযোজ্য হতে পারে


3. Return & Refund Policy (রিটার্ন ও রিফান্ড নীতি)

গ্রাহকের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। তাই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রিটার্ন/রিফান্ড সুবিধা প্রদান করা হয়।

রিটার্ন গ্রহণযোগ্য:

  • ভুল পণ্য পেলে

  • ক্ষতিগ্রস্ত বা ডিফেক্টিভ পণ্য পেলে

  • ভুল সাইজ/ভ্যারিয়েন্ট পেলে

রিটার্ন গ্রহণযোগ্য নয়:

  • ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • অরিজিনাল ট্যাগ/প্যাকেট ছাড়া

  • হাইজিন পণ্য (কসমেটিক/পার্সোনাল কেয়ার)

  • ডেলিভারির ৪৮ ঘন্টা পর রিটার্ন রিকোয়েস্ট

রিফান্ড পলিসি:

  • রিটার্ন পণ্য যাচাইয়ের পর ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড

  • ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়

  • বিকাশ/নগদ/ব্যাংকমাধ্যমে রিফান্ড


4. Cancellation Policy (বাতিল নীতি)

  • অর্ডার প্রসেসিং শুরু হওয়ার আগে বাতিল করা যাবে

  • পণ্য রওনা হওয়ার পরে অর্ডার বাতিল করা যাবে না

  • ডেলিভারির সময় পণ্য গ্রহণ না করলে ভবিষ্যতে অর্ডার সীমাবদ্ধ করা হতে পারে


5. Contact Information (যোগাযোগ)

রিটার্ন, রিফান্ড বা অন্য যেকোনো সহায়তায় আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
ShwapnojatraBD — আপনার অনলাইন শপিংয়ের বিশ্বস্ত সঙ্গী।