Return & Refund Policy — ShwapnojatraBD

ShwapnojatraBD সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই আপনার অর্ডারকৃত পণ্যে কোন সমস্যা হলে আমরা নির্দিষ্ট শর্ত অনুযায়ী রিটার্ন ও রিফান্ড সুবিধা প্রদান করি।


রিটার্নের যোগ্যতা (Eligibility for Return)

নিম্নোক্ত ক্ষেত্রে পণ্য রিটার্ন করা যাবে—

  • ভুল পণ্য ডেলিভারি হলে

  • ডেলিভারি করা পণ্য ক্ষতিগ্রস্ত / ডিফেক্টিভ হলে

  • পণ্যের সাইজ / ভ্যারিয়েন্ট ভিন্ন হলে

  • পণ্যটি ভেরিফাইড প্রমাণসহ গ্রহণযোগ্য কারণ দেখিয়ে রিটার্ন রিকোয়েস্ট করা হলে


যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • ব্যবহৃত, ধোয়া বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • অরিজিনাল ট্যাগ/প্যাকেজিং ছাড়া রিটার্ন

  • “চিন্তা বদলানো” বা “পছন্দ হয়নি” ধরনের রিটার্ন

  • হাইজিন প্রোডাক্ট, কসমেটিক্স বা ওপেনড প্যাকেজ

  • ডেলিভারির ২ দিনের বেশি সময় পরে রিটার্ন রিকোয়েস্ট


⏱️ রিটার্ন রিকোয়েস্ট করার সময়সীমা

ডেলিভারি পাওয়ার ৪৮ ঘন্টার (২ দিনের) মধ্যে আমাদের ইনবক্স/হোয়াটসঅ্যাপে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে।


🔄 রিটার্ন প্রক্রিয়া

  1. সমস্যার ছবি/ভিডিওসহ রিটার্ন রিকোয়েস্ট পাঠান

  2. আমাদের টিম ভেরিফিকেশন করবে

  3. রিটার্ন অনুমোদন হলে পণ্যটি আমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে

  4. পণ্য চেক করার পর রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে


💳 রিফান্ড পলিসি (Refund Policy)

  • রিটার্ন পণ্য যাচাই করার পর ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে

  • রিফান্ড বিকাশ/নগদ/ব্যাংক/মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে প্রদান করা হবে

  • ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয় (যদি ভুল/ডিফেক্টিভ পণ্য না দেওয়া হয়)


🚚 এক্সচেঞ্জ পলিসি

স্টক থাকলে একই পণ্যের সাইজ/ভ্যারিয়েন্ট এক্সচেঞ্জ করা যাবে।
স্টক না থাকলে রিফান্ড দেওয়া হবে।


📞 সহযোগিতার জন্য যোগাযোগ

যেকোনো রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত সহায়তার জন্য আমাদের ইনবক্সে মেসেজ দিন।
ShwapnojatraBD—গ্রাহকের আস্থাই আমাদের শক্তি।